ফটোগ্রাফি টিউটরিয়াল ভিডিও

Click here to go to my Youtube channel for latest and more videos

পোর্ট্রেইট ছবিতে সাবজেক্টের মুখমণ্ডলের ত্বক্ কিছুটা রিটাচ করার প্রয়োজন হতে পারে। আমরা কখনোই এমন পরিবর্তন আনবো না যে সাবজেক্টেকে আর চেনা যায় না । এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কি ভাবে ত্বকে পরিবর্তন আনতে পারেন যাতে সেটা ন্যাচারাল লাগে। এখানে ফ্রিকোয়েন্সি সেপারেশন টেকনিকটা দেখানো হয়েছে এবং আমি কি কি ধাপ ব্যাবহার করি সেটা দেখিয়েছি। 

চোখ একটি পোর্ট্রেইট ছবির সবচেয়ে গুরুত্বপু্র্ন অংশ । সুন্দর চোখ আপনার ছবিকে করে তুলবে অসাধারন। তাই জেনে নিন কিভাবে চোখ রিটাচ করবেন। 

বোকেহ বা ব্লার নিয়ে কথা

বোকেহ বা ব্লারের জন্য কেমন লেন্স লাগবে ? এই প্রশ্নটি আমাকে সব সময় করা হয়। একটা ধারনা সবার হয়ে গেছে যে দামি লেন্স ছাড়া বোকেহ ভালো হয় না। কিন্তু আপনি ইচ্ছা করলেই কিট লেন্স দিয়ে চমৎকার বোকেহ তৈরি করতে পারবেন। শুধু কিছু ব্যাপার লক্ষ রাখতে হবে। আমি এই বিষয় গুলো এখানে বিস্তারিত আলাপ করবো। আমি একটা App দেখাবো যেটা দিয়ে আপনি সহজে এই বিষয়টা বের করতে পারবেন।

চারটি প্রয়োজনিয় উপাদান

একটা ছবিকে চারটি বৈশিস্ট অসাধারন দেখতে করে তোলে। আমি উধারন সহ দেখাবো এই চারটি উপাদান কি কি। আপনি একটু খেয়াল করে এই চারটি উপাদানকে যদি আপনার ছবির মাঝে রাখতে পারেন তবে আপনার ছবি হয়ে উঠবে অসাধারন। খুর কঠিন কিছু না। আপনাকে একটু খেয়াল করতে হবে।

RAW নাকি JPEG

ছবি RAW format নাকি JPEG format এ তুলবেন ? এই প্রশ্নটা অনেকেই করেন। এখানে আমি উদাহরন ছবি সহ দেখাবো কেন RAW সব চেয়ে ভালো ফরমাট। তবে আপনাকে অবশ্যই ছবি বেসিক এডিট করতে পারতে হবে RAW format এ তোলার জ্ন্য। তবে যদি JPEG এ থাকতে চান তবে জেনে নিন আপনার ক্যামেরাকে কিভাবে ঠিক মত সেট করবেন।

ফটোগ্রাফি ১০১

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য একটি ভিডিও। এখানে আমি আই-এস-ও , এপারচার এবং সাটার স্পিড নিয়ে বিস্তারিত আলাপ করেছি। আপনি যদি ফটোগ্রাফি কেবল শুরু করে থাকেন এবং আসলেই বুঝতে চেস্টা করছেন কিভাবে ক্যামেরার সেটিং পরিবর্তন করবেন কি ধরনের পরিস্থিতিতে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য।

এর পর ১০২ ভিডিওটি দেখতে অনুরোধ রইলো

অপ্রয়োজনিয় জিনিষ সরানো

আনেক সময় ছবির মাঝে এমন কিছু জিনিষ থেকে যায় যা আপনার সাবজেক্ট দেখতে বাজে করে দেয়। এই উপাদান গুলো সাবজেক্ট থেকে ফোকাস সরিয়ে নেয়। এধরনের জিনিষ গুলো ছবি থেকে মুছে দিতে পারলে ভালো হয়। আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ছবি থেকে এই সব অপ্রয়োজনিয় জিনিষ সহজে সরাতে পারেন। 

লাইটরুম পরিচিতি ১০১

এডবি লাইটরুম শুধু মাত্র ছবি এডিটই করতে পারে না। এটি চমৎকার ভাবে ছবির ক্যাটালগ রাখতে পারে। ছবি মেমোরি কার্ড থেকে কপি করা থেকে এডিটিং এবং প্রিন্টং পর্যন্ত সবই করতে পারে। এর এডিটিং সম্পুর্ন নন-ডিস্ট্রাক্টিভ মানে আসল ছবিকে কখনোই নস্ট করে না। আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনি এই কাজ গুলো করতে পারেন। 

আমি আরো অনুরোধ করবো ১০২ ভিডিওটাও দেখার জন্য

লাইটরুমে ছবি সার্প এবং নয়েজ কমানো

ছবিতে আনেক সময় বেশি নয়েজ চলে আসে। এই নয়েজ ছবিকে দেখতে খারাপ করে তোলে। ঠিক একই ভাবে ছবিকে ঠিক মত সার্প করতে পারলে সেটি হয়ে উঠতে পারে অনবদ্য। আমি দেখাবো কি ভাবে আপনি সহজে ছবি থেকে নয়েজ কমাতে পারেন এবং সুন্দর করে সার্প করতে পারেন ।

কি ভাবে আপনি আরো ভালো ছবি তুলবেন

আপনি ছবি তুলছেন কিন্তু ভালো হচ্ছে না। কি করে ভালো ছবি তোলা যায়? এই প্রশ্ন সবার। আমি এখানে আলাপ করেছি আপনি কি করতে পারেন একজন বিগিনার ফটোগ্রাফার হিসাবে যাতে আপনার ফটোগুলো আরো ভালো হয়। আমার দেওয়া তিনটি অবভ্যাস নিয়মিত প্রাকটিস করলে আমার বিশ্বাস আপনার ফটোগ্রাফিটে একটা ভালো পরিবর্তন আসবে